নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে চোরাই সয়াবিন তেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। ১৪টি ড্রামভর্তি ২ হাজার ৭২০ লিটার তেলসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মন্টু মিয়া, মিজান হাওলাদার, মাসুম হোসেন মোল্লা ও মানিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জে অবস্থিত শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে সয়াবিন তেলের কারখানা গড়ে উঠেছে। এই তেলের কারখানাগুলোতে প্রতিদিন গভীর সমুদ্র বন্দর হতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন তেলভর্তি শত শত তেলের লাইটার জাহাজ আসে। পণ্য খালাসের জন্য লাইটার জাহাজগুলো কারখানার পাশে নদীতে নোঙর করা থাকে।
রূপসী এলাকায় নোঙর করা এই সকল তেলের লাইটার জাহাজ হতে দীর্ঘদিন যাবৎ তেল চুরির একটি সিন্ডিকেট অসাধু কৌশল অবলম্বন করে তেল চুরি করে বিক্রি করে আসছে। লাইটার জাহাজের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে বিশেষ কায়দায় মোটর সেট করা নৌকা ব্যবহার করে তারা তেলের লাইটার জাহাজ থেকে তেল চুরি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল দীর্ঘদিন এই চোরাই চক্রের ওপর নজরদারী করে ঘটনার সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে উপজেলার রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙর করা লাইটার জাহাজ থেকে তেল চুরি করে বিক্রি করার সময় চোরাই চক্রের ওই চারজন সদস্যকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই