ফরিদপুরের চরভদ্রাসনে মরহুম আবদুস সামাদ মৃধা কল্যান সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের আ: করিম মৃধার ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন সংস্থার পরিচালক মো: সাজ্জাদ হোসেন মৃধা।
তিনি জানান, মরহুম আবদুস ছামাদ মৃধা কল্যান সংস্থা দীর্ঘদিন ধরে দুস্থদের সহায়তার পাশাপাশি এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংস্থার নিজস্ব অর্থায়নে ৫০০ পরিবারকে একটি করে মোট ৫০০ টি কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য মোয়াজ্জেম হোসেন মৃধা, জাহিদ হোসেন বাবুল মৃধা, বালেক মোল্যা প্রমূখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ