শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মাগুরা জেলা ছাত্রলীগ। শনিবার সকালে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি চত্বরে ৩৩০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসনে মুক্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ কলেজ অধ্যক্ষ সূর্যকান্ড বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, জেলার প্রত্যন্ত এলাকা থেকে ৩৩০ জন শীতার্ত মানুষের তালিকা করে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম