ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় অল কমিউনিটি ক্লাব লিমিটেডের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার সংগঠনটির উদ্যোগে ৩ হাজার পিস কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক এবং ক্লাবের প্রতিনিধিবৃন্দ সহ আরও অন্যান্য সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, অল কমিউনিটি ক্লাব লিমিটেডের পক্ষ হতে প্রতিবছরই দুঃস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীদের সাহায্য–সহযোগিতার জন্য নানারূপ পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়াও আর্ত মানবতার সেবায় কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনে এসিসিএল সদা সচেষ্ট থাকে।
বিডি প্রতিদিন/আবু জাফর