গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে সভাপতিত্ব করেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থতি ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়।
পিঠা উৎসবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে পিঠাপ্রেমীরা যোগ দেন। উৎসবে নানা বর্ণের অর্ধশতাধিক পিঠার পসরা সাজানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন