কক্সবাজারের টেকনাফের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালিয়ে পাচারকালে ৮ হাজার ইয়াবাসহ দিল মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার রাতে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের খবর পেয়ে উপজেলার হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নং রোহিঙ্গা শিবিরের এফ ব্লকের ১৩৮ নং রুমের বাসিন্দা আবু তাহেরের ছেলে দিল মোহাম্মদকে (৩৫) আটক করা হয়। এরপর স্বাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধাারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন