দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় রংপুর জেলার মোট অংশগ্রহণের প্রায় ৪ ভাগের একভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। রংপুরে ২৫ হাজার ২৫৪ জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪ জন। এই বোর্ডে মোট জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ১৪ হাজার ৮৭১ জন।
এছাড়া গাইবান্ধায় ১৬ হাজার ৭৮০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৩৫ জন, নীলফামারীতে ১৩ হাজার ৬৪৪ জনের মধ্যে ১ হাজার ৬০৬ জন, কুড়িগ্রামে ১৩ হাজার ৩৯ জনের মধ্যে ১ হাজার ৭২ জন, লালমনিরহাটে ৭ হাজার ৯৪৮ জনের মধ্যে ৫১৫ জন, দিনাজপুরে ২৩ হাজার ৫৮৭ জনের মধ্যে ২ হাজার ৬৯০ জন, ঠাকুরগাওয়ে ১০ হাজার ৮৫৯ জনের মধ্যে ১ হাজার ১৪৩ জন, পঞ্চগড়ে ৭ হাজার ৬২৪ জনের মধ্যে ২৯৬ জন জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকী সাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বোর্ডে এবার ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৭ হাজার ২৯৭ এবং ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৫৭৪ জন। বিভাগের ৮ জেলায় ৬৫৭ কলেজের শিক্ষার্থীরা মোট ২০২ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন