পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনসহ ৩ কোটি ৮৪লাখ ৭৬ হাজার ৪০৭টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সলররা।
রবিবার সকাল ১১টায় পৌর সচিব মাহবুবুর রহমান এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন। এ উপলক্ষে পৌরসভা কার্যলয়ে এক সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সূধি সমাবেশে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর সচিব মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌরসভার কর্মকর্তা রশিদুল ইসলাম সণ্টু, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী, কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ, মহিলা কাউন্সিলর তনঞ্জু আরা বেগম প্রমুখ।
এসময় নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরর ও বিদায়ী কাউন্সিলরগণকে ফুললে শুভেচ্ছাসহ সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
শেষে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন পৌরসভা চত্বরে একটি নারকেল গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, পৌরসভা সূত্রে জানা গেছে, নবনির্বাচিত পৌর মেয়র কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণের সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাসহ বিভিন্ন্ খাতে বকেয়া ও ঋণ রয়েছে, তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা।
এর মধ্যে পৌরসভার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের বকেয়া ৭৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, বিদায়ী পরিষদের মেয়র-কাউন্সিলরদের সম্মানীভাতা নভেম্বর-ডিসেম্বর দুই মাসে বাকি তিন লাখ ২০ হাজার টাকা। ভবিষ্যৎ তহবিল ১৪ লাখ ৫৯ হাজার ৪২০ টাকা। আনুতোষিক তহবিল ১১ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা। অনিয়মিত কর্মচারীদের মজুরি বাকি দুই লাখ ৪৭ হাজার টাকা। অবসর ভাতা বাকি ১৫ লাখ ৭৫ হাজার ১১০ টাকা। বকেয়া আনুতোষিক তহবিল বাকি দুই কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৬১৮ টাকা। পূর্বের বকেয়া ২০ লাখ ১২ হাজার ৪৩০ টাকা ও এডিবি তহবিল থেকে ঋণ ১৮ লাখ টাকা। মোট বকেয়া ও ঋণ তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন