বাগেরহাট জেলায় পৌঁছেছে করোনা ভ্যাকসিনের ৪৮ হাজার ডোজ।
রবিবার বিকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে করোনার ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছায়। এসময় ভ্যাকসিন প্যাকেটগুলো সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা গাড়ি থেকে নামিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় ইপিআইয়ের ভ্যাকসিন ওয়ারজাইজে সংরক্ষণ করেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. এ কে এম হুমাউন কবির জানান, বাগেরহাট জেলার জন্য প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন আজ রবিবার বিকালে হাতে পাওয়া গেছে। এই ভ্যাকসিন ৪৮ হাজার জনকে দেয়া যাবে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে এসব ভ্যাকসিন। বাগেরহাট জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
বাগেরহাটে প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন করোনাযুদ্ধের প্রথম সারির স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন