কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা শুক্রবার রাতে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করেছে। এসময়ে ৩ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
আটক চোরা শিকারীরা হল, খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার বর্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮) ও বাগেরহাটের মোংলা উপজেলার কাইনমারী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. শহিদুল (৪০)।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম মাজহারুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাতে একদল চোরা শিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় এনেছে বলে গোপন সংবাদ আসে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে। সাথে সাথেই কোস্টগার্ড সদস্যরা অভিযানে নামে দিগরাজ বাজার সংলগ্ন এলাকা থেকে ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ ৩ চোরা শিকারীকে আটক করে। উদ্ধার করা হরিণের মাংস ও মাথাসহ আটককৃত ৩ চোরা শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন