ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের ৪ হাজার ৮শ ডোজ টিকা আধুনিক সদর হাসপাতালে এসে পৌঁছেছে। রবিবার সকালে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রত একটি কার্ভাডভ্যানে আসে।
সির্ভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান এসব টিকা গ্রহণ করেন। এ সময় সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান জানান, জেলায় প্রথম পর্যায়ে ৪ হাজার ৮শ টিকা পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন