গাজীপুরের কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী, চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী প্রমুখ।
এ সময় বক্তারা নদীদূষণ, সন্ত্রাস, জঙ্গী, নাশকতা, মাদকদ্রব্য বিক্রয় ও সেবন বাল্যবিবাহ প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের খোলামেলা আলোচনা রাখেন।
বিডি প্রতিদিন/আল আমীন