সিলেটের বিশ্বনাথে মানিক মিয়া (৪০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন জামায়াত নেতা ও বাওনপুর (কাইমগঞ্জ) গ্রামের মৃত শাহজান মিয়ার ছেলে। সোমবার বিকেলে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি মানিক মিয়া। তিনি গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপনে সংবাদের ভিত্তিতে
থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাবুজ্জামান রিগ্যান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা। তিনি বলেন, মঙ্গলবার সকালে তাকে সিলেটের আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন