কুমিল্লার লাকসামে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে ভেজালযুক্ত খাবারের বিরুদ্ধে গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সকল খাদ্যপণ্যে ট্রান্সফ্যাট (ক্ষতিকর কোলেস্টেরল) নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানানোর উদ্দেশ্যে সোমবার এ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। গণস্বাক্ষর অনুষ্ঠান উদ্বোধন করেন ক্যাব লাকসাম শাখার সভাপতি কাজী মাসউদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, মনোহরগঞ্জ উপজেলা শাখা ক্যাবের সেক্রেটারী ডা. নজরুল ইসলাম ফিরোজ, লালমাই উপজেলা শাখা ক্যাবের সভাপতি মো. কবির হোসেন মানিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভেজালযুুক্ত খাবারের বিরুদ্ধে স্বতঃস্ফুর্তভাবে অসংখ্য পথচারী স্বাক্ষর করেন। ক্যাবের এ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানান।
বিডি প্রতিদিন/আল আমীন