মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে সোমবার বিকাল ৪টায় উত্তরন ফাউন্ডেশন ও জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির ৭ শত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম'র সভাপত্বিতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত লায়লা নিপা।
লৌহজং থানার ওসি আলমঙ্গীর হোসাইনের সঞ্চালনায় এ সময়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লীমা, উত্তরন ফাউন্ডেশনের পরিচালক কে এম মাহফুজুর রহমান, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজ্জামেল হকসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার