রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া-গান্ধীমারা সড়কের বারমল্লিকা এলাকায় দ্রুত গতির মোটরসাইকেল চাপায় তুরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তুরান উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের আজিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া-গান্ধীমারা সড়কের বারমল্লিকা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তুরানকে চাপা দেয় একটি দ্রুত গতির মোটরসাইকেল। তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাবাসুম বলেন, সড়ক দুঘটনায় শিশু তুরানের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল