দীর্ঘ ২ বছর ৭ মাস পর মাগুরা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেল। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ১৯৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত ১৯৮ সদস্যের অনুমোদিত কমিটি তাদের কাছে এসেছে। যেখানে সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া ৩৮ জন সহসভাপতি ৪০ যুগ্ম সাধারণ সম্পাদক ৯৩ জন সম্পদকীয় পদে ও ২৫ জনকে সদস্য করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০১৮ সালে ৫ জুন জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় আব্দুর রহিম সভাপতি হিসেবে ও আবু তাহের সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার কথা জানানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন