মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ি চাপায় একটি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার শ্রীমঙ্গল-শমসেরনগর সড়কের মাগুরছড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় হনুমানটি গাড়ি চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকেরা মৃত হনুমানটি উদ্ধার করে জানকীছড়া রেসকিউ সেন্টারে নিয়ে গিয়ে মাটি চাপা দেয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, হনুমানটি রাস্তা পারাপারের সময় গাড়ির তলে পড়ে মারা যায়। এ দুর্ঘটনায় একটি ইউডি মামলা করা হবে। তিনি জানান, এরা বিপন্ন প্রজাতির। আমাদের দেশে শুধু লাউয়াছড়া, সাতছড়ি ও কেশবপুরে এদের দেখা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার অ ন ম আমিনুর রহমান বলেন, এটি অবশ্যই আমাদের জন্য দু:খ জনক। কারণ মুখপোড়া হনুমান এমনিতেই আমাদের দেশে একবারে কম। তাছাড়া এই সড়কে প্রায়ই গাড়ি চাপায় বনের প্রাণীরা মারা যাবার খবর আমরা দেখতে পাই। তিনি বলেন, এর প্রতিকারে লাউয়াছড়া বনের সড়কে আরো বেশি করে সচেতনতামূলক সাইনবোর্ড দেয়া দরকার। এই সড়কে দিয়ে চলাচলকারী গাড়ি গুলো যেন নির্ধারিত মাত্রার বেশি গতিতে চলাচল করতে না পারে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন