ময়মনসিংহের ফুলপুরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুজ্জামান খানকে প্রথম টিকা পুশ করে এর উদ্বোধন করা হয়। এরপর টিকা প্রদান করা হয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানকে। টিকা পুশ করেন সিনিয়র নার্স রহিমা। সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার উপস্থাপনায় টিকাদানপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, আবাসিক মেডিকেল অফিসার প্রাণেশ চন্দ্র পন্ডিত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. আনিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ফুলপুর ইউনিটের যুব প্রধান তাসফিক হক নাফিও প্রমুখ।
এ সময় ফুলপুর সাব-রেজিস্ট্রার তৌফিক সালাহ্ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ফুলপুর ও তারাকান্দার জন্যে প্রাথমিকভাবে মোট ৩৩ হাজার ৭৪০টি ভ্যাকসিন এসেছে। ৫৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে এসব টিকা দেওয়া হবে। তবে করোনায় ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন এবং ইতিমধ্যে যাদের তথ্য অনলাইনে জমা হয়ে গেছে তাদের বয়স শিথিলযোগ্য।
বিডি প্রতিদিন/আল আমীন