ফরিদপুরের বোয়ালমারীতে 'এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার' নামে একটি ইন্ডিয়ান ক্যান্সার সেন্টারের ভার্চুয়াল ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় থানা রোডস্থ কার্যালয়ে এ উপলক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভার্চুয়াল ক্লিনিকের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী হাসান ফিরোজ এবং ভারতের কলকাতার এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের আন্তর্জাতিক বাজার বিভাগের সহকারী ব্যবস্থাপক শতদল ঘোষ।
ভার্চুয়াল ক্লিনিকের উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপক রবীন কুমার লস্কর, বোয়ালমারী বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন