ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও জেলা সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. জিহাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মুহয়ী শারদ, সাধারণ সদস্য ফাহিম মুন্তাসির শান্ত ও নাঈম চৌধুরী।
স্মারকলিপিতে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার ঐতিহ্যের বিষয়টি তুলে ধরা হয়। এর আগে সংগঠনটি একই দাবিতে মানববন্ধন করে।
বিডি প্রতিদিন/আবু জাফর