বগুড়ার সরকারি-বেসরকারি সকল পলিটেকনিকের শিক্ষার্থীরা সকাল ১০টায় সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন পলিটেকনিক শিক্ষার্থী রায়হান রাহেল। আর এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, রিমন, জুবাইল, তানসেন, রাকিবুল ইসলাম, অনিমেষ রায়, শারমিন সুলতানা প্রমুখ শিক্ষার্থী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ছাত্র নেতা ধনঞ্জয় বর্মন।
শিক্ষার্থীরা বলেন- গত ৭ ফেব্রুয়ারি চার দফা দাবিতে ঢাকায় পলিটেকনিক শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলাকালে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ ও শিক্ষার্থীদের গ্রেফতার করে। শিক্ষার্থীরা এই হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত পলিটেকনিক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিডি প্রতিনিধি/আবু জাফর