মাদারীপুরের শিবচরে বারবার চুরির ঘটনা ঘটছে। বুধবার রাতে শিবচর পৌর বাজারের একটি দোকানের সাটার ভেঙে কয়েক লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এর তিন আগে চাঁন্দের চর বাজারে চার দোকানে চুরি হয়।
এ ঘটানায় পৌর-বাজারের দোকান মালিক নারায় সাহা বলেন, রাত সাড়ে নয়টায় দোকান বন্ধ করে বাসায় গেছি। ভোর ছয়টার সময় আমাকে বাজারের পাহারাদার ডেকে আনে। বলে, আমার দোকানে সাটার ভাঙ্গা। আমি এসে দেখি দোকানের সাটার ভাঙ্গা রয়েছে।
শিবচর থানা ওসি মো. মিরাজ হোসেন বলেন, পৌর বাজারের একটি দোকানে চুরির ঘটনা ঘটছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন শহীদ নামে একজনকে আটক করেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার