সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে র্যাব-১২ সদস্যরা উপজেলার সিংহগাতী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত হলো-সিংহগাতী গ্রামের মৃত আবু তাহের মোল্লার ছেলে মাসুদ রানা ও তার স্ত্রী মোছাঃ সুখী খাতুন।
সিরাজগঞ্জ র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার সিংহগাতী গ্রামের আসামীদের বাড়ীতে অভিযান চালায়। এসময় তাদের বসতঘরে তল্লাশী চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক)ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার