কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬২ বোতল ফেন্সিডিল ও রাজারহাটে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়,মঙ্গলবার গভীর রাতে রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামে গোপন অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে তার বাড়ীতে ৫০০গ্রাম গাজাসহ আটক করে। অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ব্রাক মোড়ে অটোচালক রফিকুল ইসলামকে আটক করে। এসময় তার ব্যাটারী চালিত অটোতে বিশেষভাবে রাখা ১৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।
রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার