ফরিদপুরের সদরপুরে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম মোল্যা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে।
স্থানীয়রা জানান, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সাহা পাড়া গ্রামের রামকৃষ্ণ মিশনে স্বরসতি পূজা উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। সে উৎসব দেখতে সেখানে এক বাক-প্রতিবন্ধী তরুণী উপস্থিত ছিলেন। রাত দেড়টার দিকে ওই তরুণীকে বিস্কুট খাবার লোভ দেখিয়ে চরভদ্রাসন উপজেলার মৌলভীচর গ্রামের বাদশা মোল্যার ছেলে শামীম মোল্যা মন্দিরের পার্শ্ববর্তী গলির মধ্যে নির্জন এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় তরুণীর কান্নায় কয়েক ব্যক্তি সেখানে গিয়ে হাতেনাতে শামীম মোল্যাকে আটক করে। পরে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় জয় সরকার বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার শামীম মোল্যাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/আবু জাফর