টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় বুধবার রাতে দলের প্রধান কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
আকবর হোসেন ফারুককে আহ্বায়ক, মো. বেনজির রহমান খান পিন্টুকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও নাজমুল হোসেন মণ্ডলকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সাহাউদ্দিন টুকুসহ যুবদলের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে কারো দ্বিমত নেই।
বিডি প্রতিদিন/এমআই