কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ওষুধ প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে ৩টি ফার্মেসি ও ২টি প্যাথলজি সেন্টারকে আট লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার ওষুধ প্রশাসনের ওষুধ পরিদর্শক মোহাম্মদ আবুল হাসান ও র্যাব-৪ মিরপুর হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে যৌথ টিম উপজেলার হ্নীলা চৌমুহনীর পানখালী রোডে অবস্থিত তোফায়েল ফার্মেসিকে লাইসেন্সের মূল কপি না থাকায় এক লাখ টাকা, পুরাতন বাজার রোডের ফয়সাল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ, যৌন উত্তেজক, বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৪ লাখ টাকা, আল্লামা ইসহাক মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে ৩০ হাজার টাকা এবং চেয়ারম্যান মার্কেটস্থ হ্নীলা ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ টিকা ফ্রিজে সংরক্ষণের দায়ে ১ লাখ টাকা ও ভাই ভাই সুপার মার্কেটস্থ হ্নীলা ল্যাব এইড এন্ড প্যাথলজি সেন্টারকে সার্টিফিকেট বিহীন টেকনেশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অপরাধে ২ লাখ টাকাসহ সর্বমোট ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ফয়সাল মেডিকো ও আল্লামা ইসহাক মেডিকো থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
র্যাব হেডকোয়ার্টার ও কক্সবাজার ওষুধ প্রশাসনের যৌথ টিমের এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. সৌমন বড়ুয়া ও র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ স্টেশনের কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র্যাবের একটি টিম।
বিডি প্রতিদিন/আল আমীন