ফরিদপুরের সালথায় রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে। তবে বিষয়টি বৃহস্পতিবার সকালে জানাজানি হয়।
ওই কৃষকের নাম টুকু মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা চুন্নু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, টুকু মিয়া একজিন দরিদ্র কৃষক। পাঁচ শতাংশ জমির উপর স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে একটি ছোট টিনের ঘরে বসবাস করেন। কোনমতে পরের ক্ষেতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।
সম্প্রতি তিনি প্রতিবেশি কাঞ্চু মিয়া, মান্নান মিয়া, বাদল মিয়া এদের তিন ভাইয়ের ৮৫ শতাংশ জমি ইজারা নিয়ে এনজিওর ঋণের টাকায় লাউয়ের ক্ষেত করছিলো। বাঁশ দিয়ে মাচা করে তিনি ওই জমিতে প্রায় দুই শতাধিক লাউ গাছ রোপন করেন। লাউ ফলতে শুরু করেছে। কিছু লাউ তিনি বিক্রিও শুরু করেছিলেন। কিন্তু দুর্বৃত্তরা অন্তত শতাধিক লাউ গাছ কেটে ফেলেছে। এর সাথে কেটে ফেলেছে ধরন্ত লাউ।
এ ব্যাপারে সালথা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দেননি কৃষক টুকু মিয়া। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্ব ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন