খাগড়াছড়িতে জিপ গাড়ি উল্টে দুইজন নিহত হয়েছেন। গাড়িতে থাকা অপর তিন যাত্রী আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের আমলাই হাদুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গনেশ্বর ত্রিপুরা ও হরেন্দ্র ত্রিপুরা। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে খাগড়াছড়ি বাজারে কাঠ রেখে ফেরার পথে ভাইবোনছড়ার আমলাই হাদুক পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ গাড়ি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। ঘটনার পর থেকে জিপ গাড়ির চালক পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ