বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে দেশব্যাপী ব্যাপকভাবে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। টানা তিন মেয়াদের শুরুতে দেশে যেসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিলো, বর্তমানে সেসব উন্নয়ন সমাপ্ত কাজের উদ্বোধন চলছে দেশব্যাপী।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীর অবিশ্বাস্য উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী একটি চক্র নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশবিরোধী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে যতদিন রাষ্ট্র পরিচালিত হবে, ততদিনই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত থাকবে। শেখ হাসিনার মূলমন্ত্রই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের উন্নয়ন।
আজ বৃহস্পতিবার জামালপুর শহরে নবনির্মিত মির্জা আজম অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।
জামালপুর জেলা পরিষদের অধীনে মোট ১৬ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১ হাজার আসন বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মির্জা আজম অডিটোরিয়াম।
বিডি প্রতিদিন/আবু জাফর