নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে ওই অটোরিকশা চালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত অটোরিকশা চালক মো. সাদেক মিয়া বন্দর ইউনিয়নস্থ তিনগাও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে। সে কলাগাছিয়া ইউনিয়নের চড়ঘারমোরা গ্রামের আবুল বাসার মিয়ার ভাড়াটিয়া ছিল।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা যাত্রীবেশে রিকশাচালক সাদেক মিয়ার রিকশায় চড়ে কলাগাছিয়া বুরুন্দী কুড়িয়াভিটা পৌঁছে। সংযোগ সড়কের নিকটে নির্জনস্থানে চালককে ছুরিকাঘাত করে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে এলাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। নিহত চালকের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন