কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় রাসেল নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মুকুল মিয়ার ছেলে।
এলাকাবাসীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার থেকে দেওয়ানের খামার কবরস্থানের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ওই অটোকে ধাক্কা দিলে তৎক্ষণাৎ অটোটি উল্টে রাস্তায় পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোতে থাকা ড্রাইভার রাসেল মারা যান। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি মোহাম্মদ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর