নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে একটি চাঁদাবাজি মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, ২০১৪ সালের ১২ জুন ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে অটোরিকশা চালক সাইদুল ইসলামের মামলায় নূর হোসেন, তার ভাই নূর উদ্দিন, তাদের ভাতিজা শাহজালাল বাদল ও লোকমানসহ চারজনকে আসামি করা হয়।
এ মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলাটি আজকে শেষ হয়েছে। এখন আসামির পরীক্ষা হবে। এছাড়া আরো চারটি মামলায় সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কেউ আসেননি। আগামী ১৮ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বলেও জানান তিনি।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। মামলার কার্যক্রম শেষে নূর হোসেনকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই