ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আবু সাইদ নামে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে জনতা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসপাতাল থেকে নবনির্বাচিত কাউন্সিলর হাসেম আলীর মোটরসাইকেল চুরির সময় এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত সাইদ উপজেলার পারদখলপুর গ্রামের ছানুয়ার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে জীবন যাপন করে আসছিল।
এর আগে ২০১৯ সালের ৮ জুন একটি ওয়ান সুটারগান ও এক রাউন্ড গুলিসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় সন্ত্রাসী আবু সাইদ। অন্যদিকে ঝিনাইদহ আদালতে অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহীম মোল্লা জানান, দুপুরের দিকে সাধারণ জনতা আবু সাইদকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
বিডি প্রতিদিন/আল আমীন