সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ফার্মেসিতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীকে মুমূর্ষু অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসিতে এ ঘটনা ঘটে। ভুক্তোভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের মোঃ সাজাহান আলীর ছেলে।
ভুক্তভোগীর ভাই সামসুল জানান, বিকালে তিনি ও তার ভাই লকেট তার পলাশবাড়ির দোকানে বসে ছিলেন। এসময় ইমরান, হারেজ ও ঢুলি কালামসহ আরও ১০/১৫ জন অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকটি কোপ ও ছুরিকাঘাত করে লকেটকে। পরে লকেটকে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। পরিদর্শন শেষে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন