ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন কৃষকের পানক্ষেত।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুপুরের দিকে মাঠে স্থানীয় কৃষকেরা কাজ করছিল। হঠাৎ তারা পান বরজে আগুন দেখতে পায়। তাৎক্ষণিক তারা মাঠের ইঞ্জিন চালিত মেশিন চালু করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভায়না গ্রামের কৃষক রজব আলীর ১০ কাঠা, লুৎফর রহমান জোয়াদ্দারের ১০ কাঠা ও হাবিল উদ্দীনের ৫ কাঠা জমির পানক্ষেত আগুনে পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন