কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ার চর এলাকায় লরিচাপায় আজাহারুল ইসলাম (২৬) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে।
নিহত আজাহারুল একই উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিন্নাটি আতকাপাড়ার সালেম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভৈরব থেকে তেল ভর্তি একটি লরি শেরপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কামালিয়ার চর এলাকায় একটি ভটভটিকে সড়কের পাশে খাদে পড়ে যায় লরিটি। এতে ভটভটির চালক আজাহারুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন