নেত্রকোনার কলমাকান্দায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ স্থানীয়রা আগুন আগুন বলে চিৎকার শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫ টি দোকানসহ একটি বাসা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে শুক্রবার মধ্য রাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউনে কালো ধোয়া দেখেন স্থানীয়রা। পরে দ্রুত তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলমাকান্দা ফায়ার সার্ভিস। এরপর রাত প্রায় দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে বলতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন