মুন্সীগঞ্জে ৬ দিন নিখোঁজ থাকার পরে বাড়ির পাশের একটি পুকুরে মাটিচাপা অবস্থায় মো. ইনসান শিকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢালী কান্দি মোল্লাবাড়ি গ্রামের মৃত রফিজউদ্দিন সিকদারের ছেলে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের ঢালী কান্দি মোল্লাবাড়ী গ্রামের একটি পুকুরে মাটিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এর আগে গত ৬ দিন আগে রাত ৮টার দিকে চা খাওয়ার কথা বলে বাইরে যান তিনি। পরে আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে সদর থানা সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
আজ শুক্রবার স্থানীয়রা নিহতের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মাটিচাপা অবস্থার তার হাতের কিছু অংশ বের হয়ে আছে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নিহত মো. ইনসান শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যার পরে মাটিচাপা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর