বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়া এবং সরকারি কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজ ব্যাহত হওয়ায় তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন ভাইস চেয়ারম্যান ও ৯ ইউপি চেয়ারম্যান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক বরাবর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব প্রেরণ করেন তারা।
জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষে ২০১৯-২০২০ অর্থ বছরে ধুনট উপজেলায় এডিপির কাজে ১ কোটি ৩২ লাখ টাকা, জাইকা প্রকল্পে ৫০ লাখ টাকা, রাজস্ব খাতে ৫০ লাখ টাকা এবং ৫০০ মাতৃত্বকালীন ভাতাসহ টিআর, কাবিখা, কাবিটা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা সহ আরও বিভিন্ন প্রকল্পে কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
পদাধিকার বলে, ধুনট উপজেলা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল আব্দুল হাই খোকন। কিন্তু এসব প্রকল্পের মেয়াদ শেষ হওয়া স্বত্বেও প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ ও স্বাক্ষর করে নাই প্রকল্পের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ফলে প্রকল্পগুলো বাতিল হওয়ার পথে।
এছাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের দায়িত্ব অবহেলা, স্বেচ্ছাচারিতা ও অসহযোগিতার জন্য ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের মসজিদ ও মন্দির সংস্কারের বরাদ্দকৃত ৩০ লাখ টাকা ইতিপূর্বে ফেরত গেছে। এমন পরিস্থিতিতে সরকারী বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়া এবং সরকারী উন্নয়নমূলক কাজ ব্যাহত হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সকল ইউনিয়নের চেয়ারম্যানদের তোপের মুখেও পড়তে হয়েছে।
এসব কারণে বৃহস্পতিবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নিমগাছি, এলাঙ্গী, চিকাশী, গোসাইবাড়ী, ভান্ডারবাড়ী, গোসাইবাড়ী, গোপালনগর, মথুরাপুর ও চৌকিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান স্বাক্ষর করে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারণে সরকারি কয়েক কোটি টাকার প্রকল্প দীর্ঘদিন ধরে বাস্তবায়ন হচ্ছে না। তার দায়িত্ব অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারণে সরকারি উন্নয়মূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে ইউপি চেয়ারম্যানগণ ক্ষুব্ধ হয়ে উপজেলা চেয়ারম্যানের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর