ঝালকাঠিতে দেশ বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে করোনা মোকাবিলায় দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এসময় দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, দেশবাংলা হাসপাতাল ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি শুক্রবার বিনামূলে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে দেশ বাংলা ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/এমআই