গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা আশার আলো প্রতিবন্ধী সমিতির টাকা আত্মসাতকারীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। থানার সামনে শনিবার দুপুরে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাউন্সিলর আবুল কাশেমের বিরুদ্ধে এ মানববন্ধন হয়। এ মানবন্ধনে অংশগ্রহণ করেন প্রতিবন্ধী সমিতির শতাধিক সদস্য।
আশার আলো প্রতিবন্ধী সমিতির সভাপতি শহিদুর রহমান ভূইয়া মানববন্ধনে জানান, আমাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি টিনসেড ঘর ছিল। রাস্তা প্রসস্থকরণের কারণে সেই ঘরটি ভাঙ্গা পড়ে। পরে ক্ষতিপূরণ হিসাবে সড়ক কর্তৃপক্ষ আমাদের ৪ লাখ ৬৩ হাজার টাকা দেন। সেই টাকা কাশেম কমিশনার আত্মসাত করেন। আমরা এর বিচার চাই।
বিডি প্রতিদিন/হিমেল