সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নের কয়েক হাজার গ্রামবাসী। শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই স্থানে একই চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেন আওয়ামী লীগের একটি অংশ।
চেয়ারম্যানের পক্ষে শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শ্রীউলা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাওলানা মনিরুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা শাকিলের বিরুদ্ধে আওয়ামী লীগের লেবাজধারী কিছু প্রতারক নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যখন খেঁটে খাওয়া মানুষের পক্ষে বিরামহীন ছুটে চলেন এই চেয়ারম্যান তখন তাদের গাত্রদাহ শুরু হয়।
বিডি প্রতিদিন/হিমেল