বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদযাপন উপলক্ষে সারাদেশে জেলা, উপজেলা ম্যারাথন প্রতিযোগিতা কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উদযাপন সফল করতে উপজেলা প্রশানের উদ্যোগে, উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করেন।
র্যালিতে প্রধান ও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ও উপজেলা চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন।
ফুলবাড়ী উপজেলা চত্তর থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের আমিন অটো রাইচ মিল মোড় পর্যন্ত আসা-যাওয়া ৫কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে এই ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলামসহ উপজেলা প্রশাসেনর কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যনগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ফুলবাড়ী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে-২০২১ উদাপনে রেজিস্ট্রেশনকারী সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন