কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদন সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। শেখ হাসিনাকে ছোট করতে এবং দেশকে অস্থিতিশীল করতে এ ষড়যন্ত্র। এ থেকে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা যেন আর কখনও ক্ষমতায় না আসতে পারে।
শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেন্দুয়া গাংপাড় ফসল মাঠে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদ, হাতিবান্ধা বিলের জলাবদ্ধতা নিরসণে ভূগর্ভস্থ পাইপ লাইন উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলছে। ধানের চারা রোপণ, কাটা, মাড়াই সব যন্ত্রেও মাধ্যমে আনার কাজ চলছে। এ খাতে সার্ভিস চার্জে ১৫ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দেয়ার ব্যবস্থা হয়েছে। ভর্তুকি ও সারের দাম কমিয়ে দেয়া হয়েছে। এজন্য এক সময়কার খাদ্যে ঘাটতির দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত। ১৭ কোটি মানুষের এ দেশে এখন কেউ না খেয়ে থাকে না।
ড. রাজ্জাক বলেন, আওয়ামী লীগের প্রধান রাষ্ট্রনায়ক বিশ্বনেতা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এভাবে এগিয়ে যাচ্ছে। নির্মাণের আগেই দুর্নীতির কথিত অভিযোগ ভুল প্রমাণ করে নিজ অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে দেশকে অতি উচ্চতায় নিয়ে গেছেন জননেত্রী শেখ হাসিনা। বিশ্বের ১২২টি দেশের আগে জনগণের জন্য করোনা ভাইরাসের ভ্যাক্সিন সংগ্রহের গৌরবের ইতিহাস শেখ হাসিনার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ। বিশষ অতিথির বক্তৃতা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, বিএডিসি’র চেয়ারম্যান সায়েদুল ইসলাম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবির, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। অন্যন্যদের মধ্যে ধনবাড়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষক ফজলুল হক, তোজাম্মেল হোসেন বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন