বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদী তীরের মাটি কেটে নেয়ার সময় ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রাম্যমাণ আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নিরূপম মজুমদার জানান, একটি চক্র চরমোনাই এলাকায় কীর্তনখোলা নদী তীরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে কোস্টগার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। শনিবার ভ্রাম্যমান আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপন মজুমদার।
বিডি প্রতিদিন/এ মজুমদার