একুশের প্রথম প্রহরে যথাযথ মর্যাদায় শেরপুর জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা করা হয়।
পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, বিচার বিভাগের পক্ষে জেলার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক ও জেলা দায়রা জজ আক্তারুজ্জান, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, শেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান।
এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, শেরপুর পৌরসভার পক্ষে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের পক্ষে অ্যাডভোকেট চন্দন কুমার, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় পাটি, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন শ্রদ্ধা জানান।
আরও শ্রদ্ধা জানান সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হীরু। এসময় জেলার মুক্তিযোদ্ধা ,আইনজীবী সমিতি, প্রেস ক্লাব, মহিলা সমিতি ও বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/এমআই