লক্ষ্মীপুরে উৎসব মুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির (২০২১-২০২২) বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন গণনা চলছে।
সমিতির ২৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সমিতিতে আওয়ামী লীগ ও বিএনপিসহ সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে চারজন মোট ১৩টি পদের মধ্যে ১২টিতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে, সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট অনিম জোবায়ের। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ। সহকারী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট কৃষ্ন দুলাল দাস ও বেলাল উদ্দিন।
বিডি প্রতিদিন/এমআই