নওগাঁ শহরের চকপ্রান এলাকা থেকে নাসির আহম্মেদ (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা।
আজ বুধবার ভোর রাতে নাসিরকে আটক করা হয়। নাসির সদর উপজেলার চকপ্রান মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকপ্রান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাসিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় শাটারগান ও ভারতীয় ৭০ পিস এম্পেল ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
থানায় মামলা দায়ের করে নাসিরকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি শামসুদ্দিন।
বিডি প্রতিদিন/ফারজানা